তাড়াশে ডাকাতি হওয়া কাভার্ডভ্যান যশোরে থেকে উদ্ধার
নিজেস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে পুরাতন ব্যাটারি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হওয়ার চারদিন পর গত ১৮ মার্চ মঙ্গলবার ভোরে ডাকাতির কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি যশোর জেলার বাঘারপাড়া উপজেলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এলাকার চলাচলের পথে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার সুত্রধরে ও প্রযুক্তির ব্যবহার করে পুলিশ যশোর জেলার বাঘারপাড়া থানা পুলিশের সহযোগীতায় বাঘারপাড়া উপজেলা সদরের খাজুরা নামের একটি ফিলিং স্টেশন থেকে ওই কাভার্ড ভ্যানটি উদ্ধার করে। যার নিবন্ধন নম্বর যশোর-ট-১১-৩০১৮ । তবে পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা লুট করা প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের কোনো মালামাল উদ্ধার করতে পারেনি।
বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন স্যারের দিক নির্দেশনায় তাড়াশ থানার এসআই সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি পুলিশ টিম ওই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়াশ- বারুহাঁস আঞ্চলিক সড়কের পশ্চিম দিকে হেদার খাল নামক স্থানে ভাই ভাই ব্যাটারি কারখানায় ২০ থেকে ২২ জনের ডাকাত দল আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মুখে কারখানার প্রায় ১৮ জন শ্রমিককে প্রথমে মারধর, পরে জিম্মি করে।
এরপর ওই কারখানা থেকে ব্যাটারি তৈরির শিশা, ব্যাটারি তৈরির প্লেট, ব্যাটারির কানেক্টর, ৯টি পুরাতন ব্যাটারিসহ ব্যাটারি সংশ্লিট অনান্য প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে, ওই উদ্ধার করা কার্ভাড ভ্যানে করে নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম বাদী হয়ে তাড়াশ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ০৮। তারিখ ১৭.০৩.২০২৫।
এ প্রসঙ্গে মামলাটির তদারকি কর্মকর্তা উল্লাপাড়া সার্কেলের সিনিয়র এএসপি অমৃত কুমার সুত্রধর জানান, পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করেছে।
পাশাপাশি ডাকাতির মালামালও উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।








