হাতিবান্ধা ইউনিয়ন উন্মুক্ত বাজেট ঘোষণা অর্থবছর ২০২৫-২০২৬
শাহজালাল মিয়া ( সখিপুর) টাংগাইল প্রতিনিধি:
টাংগাইলের সখিপুর উপজেলার ০৫ নং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ গতকাল সোমবার (২৮ এপ্রিল), ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। সভাপতিত্ব করেন মুহাম্মদ শাহজাহান খান ( রবিন) চেয়ারম্যান ০৫ নং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ। সভায় প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন ১,৫৫,১৯,৩৩০/- বাজেট ঘোষণা করেন। সভা পরিচালনা করেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ শফিকুল ইসলাম। এসময় ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও স্হানীয় নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা পরবর্তী বাজেটের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন এইচ এম জসীম উদ্দিন সভাপতি ০৫ নং হাতিবান্ধা ইউনিয়ন বি এন পি, মোঃ আনিসুর রহমান খান ( কবি ও সাহিত্যিক), খোরশিদ জাহান প্রধান শিক্ষক তক্তারচালা সবুজ বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মজিবর রহমান (অবঃ বন কর্মকর্তা), বি এন পি নেতা মোঃ সবুজ
এছাড়াও মেম্বারদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম আল মামুন (৬ নং ওয়ার্ড), বর্ষীয়ান মেম্বার মোঃ আমির হোসেন (৫ নং ওয়ার্ড),
তরুণ মেম্বারদের মধ্যে স্ব স্ব ওয়ার্ডের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ খোকন মিয়া ( ০১ নং ওয়ার্ড) ও মোঃ ফরিদুল ইসলাম ( ৭ নং ওয়ার্ড)। এছাড়াও বাজেটের উপর বক্তব্য রাখেন শাহজালাল মিয়া, সাংবাদিক ও শিক্ষা নবিশ আইনজীবী।
সভায় সকল বক্তারাই প্রত্যাশা করেন বাজেটের অর্থ যেন প্রতিটি ওয়ার্ডে সুষম বণ্টনের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন অব্যাহত থাকুক।
চেয়ারম্যান শাহজাহান খান রবিন তার সমাপনী বক্তব্যে বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়নে এলাকার সকল জনসাধারণ তাকে সর্বাত্নক সহযোগিতা করেন।








