“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সন্দ্বীপে শপথ,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত
সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:
সন্দ্বীপ উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”।
শনিবার (২৬ জুলাই) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মংচিংনু মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপস্থিত ছিলেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন,উপজেলা শিক্ষা প্রকৌশলী অপূর্ব সরকার,উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ,উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম,সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু,জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সাংস্কৃতিক চর্চা এবং সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
এই আয়োজন সন্দ্বীপে সামাজিক উন্নয়ন ও সাংস্কৃতিক জাগরণে নতুন মাত্রা যোগ করলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








