হরিনাকুন্ডুর জোড়াদহে দুই স্বাস্থ্যকেন্দ্রে সরকারি ওষুধ বিতরণ
আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ২নং জোড়াদহ ইউনিয়নের দুইটি স্বাস্থ্যকেন্দ্রে অবশেষে সরকারি ওষুধ বিতরণ শুরু হয়েছে। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বাবু মিয়ার উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে আবারও সাধারণ মানুষের মাঝে ওষুধ পৌঁছাতে সক্ষম হয়েছে স্থানীয় প্রশাসন।
আজ বুধবার সকালে স্বাস্থ্যকর্মী জেসমিন আক্তারের হাতে সরকারি ওষুধ তুলে দেন চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বাবু মিয়া। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান, ২নং ওয়ার্ডের মেম্বার জুয়েল রানা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হাসিয়া খাতুন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে সরকারি ওষুধের ঘাটতি ছিল। এখন থেকে নিয়মিতভাবে জনগণের হাতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”
স্থানীয়রা জানান, ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে সরকারি চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন ওষুধ সরবরাহ পুনরায় শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।








