ঠাকুরগাঁওয়ে ডা. আব্দুস সালামের পক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মিলন খান
ঠাকুরগাঁও জেলায় ডা. আব্দুস সালামের পক্ষে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে এ র্যালি। উৎসবমুখর পরিবেশে র্যালিটি বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, কামারপুকুর, চৌরঙ্গী, কাঁঠালডাঙ্গী, ভাতুরিয়া, হরিপুর, ঠাকিঠুকি, যাদুরাণী ও পশ্চিম বনগাঁওসহ আশপাশের বহু গ্রাম ও বাজার প্রদক্ষিণ করে।
র্যালির শুরু থেকেই বিভিন্ন সড়ক, মোড় ও বাজার এলাকাগুলোতে মানুষের ঢল নামে। তরুণরা মোটরসাইকেলে ধানের শীষের প্রতীক ও জাতীয় পতাকা উড়িয়ে অংশ নেন। পথজুড়ে স্থানীয় জনতা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তৃতায় ডা. আব্দুস সালাম বলেন,
“মানুষের আস্থা ও ভালোবাসাই আমার প্রেরণা। চিকিৎসা পেশায় যেমন মানবসেবা করেছি, রাজনীতিতেও সেই আদর্শ ধরে রাখতে চাই।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। আমি রাজনীতি করবো সেবার মানসিকতা নিয়ে—কারো বিরুদ্ধে নয়, মানুষের জন্য।”
র্যালিতে অংশ নেওয়া তরুণ ও সাধারণ মানুষ ডা. আব্দুস সালামের এই সেবামুখী অঙ্গীকারকে স্বাগত জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে র্যালির লাইভ সম্প্রচারে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়ে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে র্যালির উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। রাত ১১টার দিকে আনন্দঘন পরিবেশে এর সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, এটি ছিল মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের একটি কর্মসূচি, যা ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে চলবে। পুরো দিনব্যাপী র্যালি ঘিরে ঠাকুরগাঁও অঞ্চলে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।








