জমকালো আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মালেক মিঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ সম্পন্ন
শাহজালাল মিয়া , সখিপুর (টাঙ্গাইল):সখিপুর উপজেলার রতনপুর কাশেম বাজার খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর তৃতীয় ম্যাচের খেলা।
খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ূন কবীর, সভাপতি সখিপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। সভাপতিত্ব করেন মোঃ আনিসুর রহমান খান, কবি,কলামিস্ট ও গীতিকার বাংলাদেশ বেতার ও টেলিভিশন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাশেম বাজার। এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন সাথী জসিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা, এস এম জসিম উদ্দিন সভাপতি ৫ নং হাতীবান্ধা ইউনিয়ন বিএনপি , জনাব মোঃ সুলতান আহমেদ সাধারণ সম্পাদক ৫ নং হাতিবান্ধা ইউনিয়ন বিএনপি । এছাড়াও বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ উপস্হিত ছিলেন।
আজকের খেলায় মুখোমুখি হয় তক্তারচালা ৬ নং ওয়ার্ড বনাম হাতিবান্ধা ৫ নং ওয়ার্ড। প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক কৌশলে খেলা শুরু করেন এবং ১- ১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই তক্তারচালার ফরোয়ার্ড অনিক ইসলাম চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন এছাড়াও দলের পক্ষে মাহিম ও মেহেদী গোল করেন। খেলার শেষ মুহূর্তে হাতিবান্ধা দলের আলতাফ সমতা ফেরানোর সুযোগ পেলেও গোল করতে পারেননি।
শেষ পর্যন্ত ৬ নং ওয়ার্ড তক্তারচালা ৩–১ গোলে ৫ নং ওয়ার্ড হাতিবান্ধা দলকে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষে মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. আনিসুর রহমান খান বলেন,খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ প্রজন্ম গড়াই আমাদের মূল লক্ষ্য।
প্রধান অতিথি মো. হুমায়ূন কবীর বলেন, ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় তৈরিতে উক্ত টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও সমাজকে মাদকমুক্ত রাখবে।খেলা পরিচালনা করেন প্রধান রেফারি মো. মোকাদ্দেস আলী খান। সহকারী রেফারি ছিলেন মো. শরীফুল ইসলাম ও রহিজ উদ্দিন । ধারা বিবরণে ছিলেন আব্দুস সোবান শিশির
আগামী মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।








