শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মালেক মিঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ সম্পন্ন

প্রতিবেদকের নাম / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

শাহজালাল মিয়া , সখিপুর (টাঙ্গাইল):সখিপুর উপজেলার রতনপুর কাশেম বাজার খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর তৃতীয় ম্যাচের খেলা।

খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ূন কবীর, সভাপতি সখিপুর পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। সভাপতিত্ব করেন মোঃ আনিসুর রহমান খান, কবি,কলামিস্ট ও গীতিকার বাংলাদেশ বেতার ও টেলিভিশন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা কাশেম বাজার। এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন সাথী জসিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা, এস এম জসিম উদ্দিন সভাপতি ৫ নং হাতীবান্ধা ইউনিয়ন বিএনপি , জনাব মোঃ সুলতান আহমেদ সাধারণ সম্পাদক ৫ নং হাতিবান্ধা ইউনিয়ন বিএনপি । এছাড়াও বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ উপস্হিত ছিলেন।

আজকের খেলায় মুখোমুখি হয় তক্তারচালা ৬ নং ওয়ার্ড বনাম হাতিবান্ধা ৫ নং ওয়ার্ড। প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক কৌশলে খেলা শুরু করেন এবং ১- ১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই তক্তারচালার ফরোয়ার্ড অনিক ইসলাম চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন এছাড়াও দলের পক্ষে মাহিম ও মেহেদী গোল করেন। খেলার শেষ মুহূর্তে হাতিবান্ধা দলের আলতাফ সমতা ফেরানোর সুযোগ পেলেও গোল করতে পারেননি।

শেষ পর্যন্ত ৬ নং ওয়ার্ড তক্তারচালা ৩–১ গোলে ৫ নং ওয়ার্ড হাতিবান্ধা দলকে পরাজিত করে জয়লাভ করে। খেলা শেষে মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. আনিসুর রহমান খান বলেন,খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ প্রজন্ম গড়াই আমাদের মূল লক্ষ্য।

প্রধান অতিথি মো. হুমায়ূন কবীর বলেন, ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় তৈরিতে উক্ত টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও সমাজকে মাদকমুক্ত রাখবে।খেলা পরিচালনা করেন প্রধান রেফারি মো. মোকাদ্দেস আলী খান। সহকারী রেফারি ছিলেন মো. শরীফুল ইসলাম ও রহিজ উদ্দিন । ধারা বিবরণে ছিলেন আব্দুস সোবান শিশির

আগামী মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর