গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট এসোসিয়েশনের ২৩ তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইকবাল হোসেন মামুন,,( সিলেট প্রতিনিধ)
উৎসবমুখর পরিবেশে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড ক্যাডেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৩ তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।আজ শনিবার (১৫ নভেম্বর) মেধাবৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০০ শতাধিকের বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
গণিত ও ইংরেজি—দুটি বিষয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা সকাল ও বিকেলে দুই পর্বে অনুষ্ঠিত হয়। বিকেল ৪:৩০মিনিটে পরীক্ষা কার্যক্রম শেষ হয়।

গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিগত ২৩ বছর ধরে স্বচ্ছতা ও সুনামের সঙ্গে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সুনামধন্য শিক্ষা অফিসার *দেওয়ান নাজমুল আলম।* সিলেট ৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী *অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী*
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক ও লেখক *আনোয়ার শাহজাহান*
পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী। অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম । মোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক। আবুল হাসনাত আলম যুগ্ম সম্পাদক। জয়নাল আবেদীন সাংগঠনিক সম্পাদক। জাকির আহমদ, সেবল তালুকদার, আব্দুস সালাম সহ আরো অনেক।
পরীক্ষায় কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দীর্ঘ ২৩ বছর ধরে।








