থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড অবস্থিত খুমী লাইট হাউস এ আসন্ন শুভ বড়দিন উপলক্ষে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে খুমী লাইট হাউস হোস্টেল প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে অনুষ্ঠানে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় আলোচনা, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও আনন্দ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
আয়োজকরা জানান, প্রাক বড়দিন উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
এসময় বেস্ট স্টুডেন্ট হিসেবে ৭ম শ্রেণির ছাত্রী মাকিলি খুমী, বেস্ট গার্ডিয়ান হিসেবে সুথাং পাড়ার কারবারি এওয়াং খুমী, বেস্ট রেজাল্টের জন্য ৫ম শ্রেণির ছাত্রী নসাই খুমী ও বেস্ট স্টাফ হিসেবে রুংপাও ম্রো এবং হয়থন খুমীকে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। খুমী লাইট হাউস পরিচালক অংহ্লাওয়াং খুমী জোনাথান আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাহাড়ি অঞ্চলে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।








