শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা সাথে পাশা সুজনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা

থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড অবস্থিত খুমী লাইট হাউস এ আসন্ন শুভ বড়দিন উপলক্ষে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে খুমী লাইট হাউস হোস্টেল প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে অনুষ্ঠানে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে প্রার্থনা, ধর্মীয় আলোচনা, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও আনন্দ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

আয়োজকরা জানান, প্রাক বড়দিন উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

এসময় বেস্ট স্টুডেন্ট হিসেবে ৭ম শ্রেণির ছাত্রী মাকিলি খুমী, বেস্ট গার্ডিয়ান হিসেবে সুথাং পাড়ার কারবারি এওয়াং খুমী, বেস্ট রেজাল্টের জন্য ৫ম শ্রেণির ছাত্রী নসাই খুমী ও বেস্ট স্টাফ হিসেবে রুংপাও ম্রো এবং হয়থন খুমীকে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। খুমী লাইট হাউস পরিচালক অংহ্লাওয়াং খুমী জোনাথান আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাহাড়ি অঞ্চলে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর