বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর—মাগুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা হরিনাকুন্ডুতে মহান বিজয় দিবস উদযাপন। জাতীয় পার্টি নেতার পিস ইমরান ধারালো অস্ত্রের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত এমপির পিয়নের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বরিশাল-৩ এলাকায় তোলপাড় বাংলাদেশ চালক সংগঠন গ্রুপের উদ্যোগে কর্মীসভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মোস্তফা কামাল পাশার পরামর্শ সভা অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবির শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ। ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জাতীয় পার্টি নেতার পিস ইমরান ধারালো অস্ত্রের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজনকে জাতীয় পার্টি নেতা পিস এস ইমরান সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিবেশী সানাউল ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্য মাথায় গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার চরহোগলপাতিয়া গ্রামে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ওই গ্রামের বাসিন্দা মো. সানাউল হাওলাদার ও তার পিতা আব্দুল মালেক হাওলাদারের সঙ্গে জাতীয় পার্টি নেতা জুবায়ের, রোমান, জহিরুল ও রাশেদের জমিতে গরু বাঁধা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে অভিযুক্তরা অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকলে সানাউল ও তার পিতা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও ধারালো চাপাতি নিয়ে সানাউল হাওলাদার ও তার পিতা আব্দুল মালেক হাওলাদারের ওপর হামলা চালায়।
হামলায় সানাউল হাওলাদার ও আব্দুল মালেক হাওলাদার গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সানাউলের স্ত্রী মৌসুমি তাদের রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত সরকারি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহত সানাউল হাওলাদার জানান, “আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার একটি সূত্র জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর চরহোগলপাতিয়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর