বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরিনাকুন্ডুতে বিশেষ অভিযানে ইয়াবা সহ মোমেনা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার কমলনগরে কৃষিজমির টপসয়েল কাটার দায়ে ফাতেমা ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় আচ্ছন্ন সন্দ্বীপ, দুপুর দুইটা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধুকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য গ্রেফতার জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত ​ What Makes Modern Online Casinos So Popular কমলনগরে চলছে ‘মাটি কাটার মহোৎসব’ প্রশাসনের নীরবতায় ধ্বংসের মুখে কৃষি ও জনজীবন হরিণাকুণ্ডতে মোবাইল কোর্ট পরিচালনায় মোটরসাইকেল আরোহীর জরিমানা সন্দ্বীপে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগে বিএনপি নেতা সোলাইমান মেম্বারের প্রতিবাদী সংবাদ সম্মেলন

ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় গণমানুষের ঢল

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর-রশীদ। জানাজার নামাজে ইমামতি করেন ঈশ্বরগঞ্জ নূর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান।
জানাজার আগে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর-রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন ও অ্যাডভোকেট শাহজাহান সাজু। এছাড়াও বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু ও হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সম্মানিত সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবীর বিবেক এবং ইমিউন হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন।
এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর-রশীদ বলেন,
“আমার ছাত্রজীবনের শুরু হয়েছিল দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে। খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে দিতে আমার ছাত্রজীবনের বড় একটি সময় কেটেছে। আমাদের আশা ছিল, মুক্ত বাংলাদেশে তিনি আবার নেতৃত্ব দেবেন। কিন্তু মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে।”
তিনি আরও বলেন,
“আমরা যারা তার আদর্শে রাজনীতি করি, তারা যেন তার সততা, লক্ষ্য ও আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন—মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।”
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে ওঠে। অবশেষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর