বাঁশবাড়িয়া ঘাটে গোসলে নেমে এক ব্যক্তি নিখোঁজ: উদ্ধার অভিযান অব্যাহত
সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটের পল্টুন নম্বর ২-এ গোসল করতে নেমে মো. সিফাত (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। আজ শনিবার বার (১৭ই মে, ২০২৪) বিকেল ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ সিফাতের বাড়ি কক্সবাজারের ইনানী বীচ এলাকার সেফটখালী গ্রামে। ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ সিফাতকে খুঁজে বের করার জন্য ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে এবং তার পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ বাড়ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ১৭ বছর বয়সী মো. সিফাত বাঁশবাড়িয়া ঘাটে গোসল করতে নামেন। তিনি কক্সবাজারের ইনানী বীচ এলাকার সেফটখালী গ্রামের বাসিন্দা। পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি প্রবল স্রোতের টানে তলিয়ে যান এবং আর ভেসে ওঠেননি। এই আকস্মিক ঘটনায় ঘাটে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাদের সঙ্গে ডুবুরি দলও নিখোঁজ সিফাতের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। নদীর এই অংশে স্রোতের তীব্রতা বেশি থাকায় উদ্ধার তৎপরতায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
এলাকাবাসী এবং সিফাতের পরিবার নিখোঁজ তরুণটির দ্রুত উদ্ধারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্থানীয় প্রশাসন জনসাধারণকে এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থানে গোসল করা বা পানিতে নামা থেকে বিরত থাকতে বারবার সতর্ক করে দিচ্ছে।








