মাগুরা যুব উন্নয়ন উপপরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের হাজিরা দেখিয়ে টাকা আত্মসাৎ, ক্রীড়াঙ্গনে বড় ধরনের অনিয়ম ও কমিটি গঠনসহ নানা কর্মকাণ্ডের নেপথ্যে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।
ই-লার্নিং এন্ড আর্নিং কোর্সে ভর্তির ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে স্বজনপ্রীতির মাধ্যমে গত ব্যাচের (তৃতীয় ব্যাচ) ভর্তি পরীক্ষা ও ভাইভায় অংশ নেওয়া ৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ জনকেই তার সুপারিশে নির্বাচিত করা হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে চতুর্থ ব্যাচেও একই ধরনের সুপারিশ ও অনিয়মের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এমনকি তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরাও স্বীকার করেছেন—তারা সবাই সুপারিশের মাধ্যমে ভর্তি হয়েছেন। সাংবাদিক আল আমিন এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বলে জানিয়েছেন।
অভিযোগ রয়েছে, এসব সুপারিশ কি শুধু ব্যক্তিগত প্রভাব খাটিয়ে করা হচ্ছে নাকি টাকার বিনিময়ে ঘটছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এ বিষয়ে উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমানের বক্তব্য জানা যায়নি।








