বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্দ্বীপে সমসাময়িক ইস্যুতে ইউএনও’র সঙ্গে রাজনৈতিক দলের যৌথ বৈঠক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনস্বার্থে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ হরিনাকুন্ডুতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত কমলনগর উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেঙে দেওয়া ইট ভাটা পুনরায় চালু বোর্ডিং কার্ড আটকে ৩০ হাজার টাকা দাবি—যাত্রী হয়রানির ভয়াবহ অভিযোগ নেছারাবাদের ঐতিহ্যবাহী আলহাজ্ব আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসায় ২২ তম ঈসালে সাওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিল আল হেরা জামেয়া একাডেমি ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বিদায়ী অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর—মাগুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা হরিনাকুন্ডুতে মহান বিজয় দিবস উদযাপন। জাতীয় পার্টি নেতার পিস ইমরান ধারালো অস্ত্রের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত

ফকির লালন শাহ’র ১৩৫তম তিরোধান দিবসে হরিশপুরে বর্ণাঢ্য আয়োজন

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩৫তম তিরোধান দিবস। বৃহস্পতিবার (১৭ অক্টোবর, ১ কার্তিক) দিনব্যাপী এই আয়োজন ঘিরে মুখর হয়ে উঠেছে গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণ ও হরিশপুর লালন একাডেমি।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লালন একাডেমি পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য লালন মেলা। মেলায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন বাউল ভক্ত, সাধু-গুরু ও দর্শনার্থীরা। মাঠজুড়ে শতাধিক অস্থায়ী তাবুতে অবস্থান নিয়েছেন সাধুগণ। একতারা-দোতারার তালে মুখরিত পরিবেশে গাওয়া হচ্ছে লালনের রচিত গান।

আয়োজনে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার **বি এম তারিক উজ জামান**।
মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লালন গবেষক **খন্দকার কেরামত আলী**।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা **মো. শহিদুল হাওলাদার শহিদ**, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ **মো. মুক্তার আলী**, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা **উজ্জ্বল কুমার কুন্ডু**, উপজেলা কৃষি কর্মকর্তা **শরীফ মোহাম্মদ তিতুমীর**, প্রফেসর **মাহবুব মোর্শেদ শাহীন**, স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

### সাধু-ভক্তদের মিলনমেলা

তিন দিনব্যাপী এ আয়োজনে শুধু লালনের আখড়াবাড়িই নয়, বরং তার গুরু দরবেশ সিরাজ সাইজির মাজার প্রাঙ্গণেও চলছে সঙ্গীত ও ভাব বিনিময়ের ধারা। মাঠের দক্ষিণে তৈরি মঞ্চে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিবেশিত হচ্ছে লালন ভাবসংগীত। স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরাও সুরে-তালে মেতে উঠেছেন।

স্থানীয়রা জানান, প্রতিবছর এই দিনটি উপলক্ষে হরিশপুর যেন এক মহাসংগীত সাধনার স্থানে পরিণত হয়। ভক্তদের পদচারণায় মুখরিত থাকে পুরো এলাকা। আত্মীয়-স্বজনের আতিথেয়তায় ব্যস্ত থাকতে হয় গ্রামের সব বাড়িঘরকে।

### নিরাপত্তা ও প্রস্তুতি

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উৎসবকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপজেলা নির্বাহী অফিসার **বি এম তারিক উজ জামান** বলেন, “বাউল সম্রাট লালন ফকিরের তিরোধান দিবস ঘিরে দিনব্যাপী আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরবর্তী বছরগুলোতেও এই আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।”

### ইতিহাসের পাতা থেকে

বাউল সম্রাট লালন শাহ ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক তিরোধান করেন। তার স্মরণে প্রতিবছর হরিশপুরে এই স্মরণোৎসব অনুষ্ঠিত হয়। এ উৎসব বাউল দর্শন, মিলন ও সাম্যের বার্তা ছড়িয়ে দেয় ভক্ত-অনুসারীদের মাঝে।

### সাধুদের কণ্ঠে লালনের বাণী

একজন সাধু বলেন, “আমরা এখানে এসেছি গুরু সিরাজ সাইজির মাজারে শাঁইজীর বাণীচর্চা ও সাধনার জন্য। এখানে হিংসা নেই, অহঙ্কার নেই, জাত-পাত নেই — এটাই শাঁইজীর মূল শিক্ষা।” অনেক ভক্ত জানান, তারা লালনের পোশাক পরে গান না গাইলেও সেই ভাব সঞ্চারে অংশ নিতে পেরে আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর