সন্দ্বীপে শিক্ষাবিদ মাস্টার ছায়েদুল হক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
সন্দ্বীপের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাবিদ মাস্টার ছায়েদুল হক মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হকের স্মরণে, ‘মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন’-এর আয়োজনে এই বৃত্তি পরীক্ষা সকাল ১০টায় সন্দ্বীপ পাবলিক হাইস্কুল কেন্দ্রে শুরু হয়।
মোট ১১টি হলে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি হলে দায়িত্বে ছিলেন দুইজন করে পরীক্ষক। দেড় ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ রেজাউল করিম।
পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব মাওলানা জহিরুল ইসলাম ও সহকারী সচিব মাস্টার মাহবুবুল আলম জানান, এবারের বৃত্তি পরীক্ষায় সন্দ্বীপের ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি মাদরাসা থেকে অষ্টম শ্রেণির মোট ৫৫২ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৪৮০ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৭২ জন অনুপস্থিত থাকে।
পরীক্ষার সার্বিক ব্যবস্থা পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির মুহাম্মদ আলাউদ্দিন শিকদার, পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান, সন্দ্বীপ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোসাদ্দেকুল মাওলা, ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মাইনউদ্দীন, মাওলানা কাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, যুগ্ম সম্পাদক মাস্টার মোস্তফা ও মোস্তফা আল মোস্তাফিজ, অর্থ সম্পাদক আবদুর রহিম সওদাগর, সহ-অর্থ সম্পাদক সাজেদুল মাওলা তুহিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।








