শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে শিক্ষাবিদ মাস্টার ছায়েদুল হক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:

সন্দ্বীপের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষাবিদ মাস্টার ছায়েদুল হক মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হকের স্মরণে, ‘মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন’-এর আয়োজনে এই বৃত্তি পরীক্ষা সকাল ১০টায় সন্দ্বীপ পাবলিক হাইস্কুল কেন্দ্রে শুরু হয়।

মোট ১১টি হলে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি হলে দায়িত্বে ছিলেন দুইজন করে পরীক্ষক। দেড় ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ রেজাউল করিম।

পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সচিব মাওলানা জহিরুল ইসলাম ও সহকারী সচিব মাস্টার মাহবুবুল আলম জানান, এবারের বৃত্তি পরীক্ষায় সন্দ্বীপের ২৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি মাদরাসা থেকে অষ্টম শ্রেণির মোট ৫৫২ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ৪৮০ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৭২ জন অনুপস্থিত থাকে।

পরীক্ষার সার্বিক ব্যবস্থা পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির মুহাম্মদ আলাউদ্দিন শিকদার, পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান, সন্দ্বীপ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোসাদ্দেকুল মাওলা, ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মাইনউদ্দীন, মাওলানা কাজী নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন, যুগ্ম সম্পাদক মাস্টার মোস্তফা ও মোস্তফা আল মোস্তাফিজ, অর্থ সম্পাদক আবদুর রহিম সওদাগর, সহ-অর্থ সম্পাদক সাজেদুল মাওলা তুহিন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর