ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল
স্টাফ রিপোর্টারঃ
আজ শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে কয়েক সেকেন্ডের জন্য ভবনগুলো দুলে ওঠে, ফলে বহু মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও অফিস থেকে বের হয়ে আসে।
ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, যা ঢাকা থেকে প্রায় ৪৮২ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রাজধানী ও সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভূমিকম্প নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।








