র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে মিরপুর-১ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-৪, সিপিসি–১ এর যৌথ অভিযানে ঢাকার মিরপুর-১ এলাকায় অনুষ্ঠিত বিশেষ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২০০৮ সালের ১৬ ডিসেম্বর ঢাকা মহানগরীর দক্ষিণ খান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত এক মামলায় অভিযুক্ত ছিলেন মোঃ আব্দুল মালেক (৩৬)। দীর্ঘ বিচারকার্য শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত নং-১৪ তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই তিনি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবন যাপন করছিলেন বলে র্যাব নিশ্চিত হয়।
পরবর্তীতে র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় গত ২১ নভেম্বর ২০২৫ রাত ১০টা ৩০ মিনিটে র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ আভিযানিক দল শাহ আলী থানাধীন মিরপুর-১ এর ব্লক-ই, রোড-৯ এর মোবারক হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এতে তারা সফলভাবে পলাতক আসামি মোঃ আব্দুল মালেককে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।









