তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আহত জুলাই যোদ্ধা এবং ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোববার বিকেলে নওগাঁ ইউনিয়নের মহিষলুটি ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নওগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সাইদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইকবাল শহিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নওগাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও জুলাই যোদ্ধা শাহিন বাবু, জুলাই যোদ্ধা সাব্বির খন্দকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন, “বেগম খালেদা জিয়া এখন কেবল একটি দলের নেত্রী নন, তিনি একজন জাতীয় নেতা। জাতি, ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সমগ্র জাতি আজ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে। তিনি সর্বজন শ্রদ্ধেয় এক মহীয়সী নারী।”
তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদীয় আসনে দীর্ঘ ৫৩ বছরেও জাতীয়তাবাদী দল থেকে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে পুনর্মূল্যায়ন করে এ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাই।”
দোয়া মাহফিল শেষে সিরাজগঞ্জ-৩ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মহিষলুটি মহাসড়কে নওগাঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।








