সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হরিনাকুন্ডুকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন নবাগতা উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম জেলার সন্দ্বীপে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত র‌্যাব-১২ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা সাথে পাশা সুজনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের।

তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আহত জুলাই যোদ্ধা এবং ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোববার বিকেলে নওগাঁ ইউনিয়নের মহিষলুটি ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নওগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সাইদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইকবাল শহিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নওগাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও জুলাই যোদ্ধা শাহিন বাবু, জুলাই যোদ্ধা সাব্বির খন্দকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন, “বেগম খালেদা জিয়া এখন কেবল একটি দলের নেত্রী নন, তিনি একজন জাতীয় নেতা। জাতি, ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সমগ্র জাতি আজ তাঁর সুস্থতার জন্য দোয়া করছে। তিনি সর্বজন শ্রদ্ধেয় এক মহীয়সী নারী।”

তিনি আরও বলেন, “সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদীয় আসনে দীর্ঘ ৫৩ বছরেও জাতীয়তাবাদী দল থেকে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে পুনর্মূল্যায়ন করে এ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাই।”

দোয়া মাহফিল শেষে সিরাজগঞ্জ-৩ আসনে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মহিষলুটি মহাসড়কে নওগাঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর