চিরকুট লিখে মাদ্রাসা থেকে স্বেচ্ছায় পালানো তিন শিক্ষার্থী ফিরে এসেছে
শাহজালাল মিয়া সখিপুর, টাংগাইল:
টাঙ্গাইলের সখীপুরের হাতিবান্ধা তালিমঘর এলাকায় তোফাজ্জল হোসেন তালী’মুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা থেকে তিনজন শিক্ষার্থী চিরকুট লিখে স্বেচ্ছায় কাউকে কিছু না বলে তিন বন্ধু পালিয়েছিল।
রোববার (২২ জুন) দিবাগত রাত ২: ৩০ মিনিটে ওই মাদ্রাসা থেকে তারা পালিয়ে যায়। নিখোঁজ শিক্ষার্থীরা হলো সখীপুর যাদবপুর ইউনিয়ন বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলাম ওরফে তোফাজ্জল হোসেন তোতার ছেলে সামিউল ইসলাম (১৫), সখীপুর বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম রাফি (১৫)। তারা বলেন, তাদের একজায়গায় থাকার ফলে ভালো না লাগার কারণে তিন বন্ধু মিলে এমন সিদ্ধান্ত নেন। তারা তাদের ভুল বুঝতে পেরে আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আবার ফিরে এসেছে। প্রতিষ্ঠান বা শিক্ষকরা কখনো তাদের সাথে কোন খারাপ আচরণ করেনি বরং পড়ার জন্য চাপ দিতো যা আমাদের মঙ্গলের জন্য। এভাবে কাউকে না বলে যাওয়া মোটেই উচিৎ হয়নি বলে তারা মন্তব্য করেন। সামিউলের অভিভাবক নাজিবুল ইসলাম বলেন প্রতিষ্ঠানের পড়াশোনা, থাকা খাওয়ার মান খুবই ভালো। এভাবে কাউকে না বলে গিয়ে আমাদের সন্তানরা ভুল করেছে। আমরা আমাদের সন্তানকে ফিরত পেয়ে খুবই খুশি। তাদের ফেরত পেতে মাদ্রাসা সুপার সহ সংশ্লিষ্ট সকলেই সর্বাত্নক সহযোগিতা করেন। তিনি আরও বলেন প্রতিষ্ঠান নিয়ে না জেনে কেউ বিভ্রান্তি ছড়াবেন না।
সুপার মোঃ নুরুল ইসলাম বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি সখিপুর ওসি মহোদয়কে অবগত করা হয়েছে। তারা মারুফের খালার বাড়ি গাজীপুর কোনাবাড়ি গিয়েছিল।








