তাড়াশে ইউপি প্যানেল চেয়ারম্যানকে গণসংবর্ধনা
নিজেস্ব প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্যানেল-১ মো. নাজির উদ্দিনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। তালম ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ ওই সংবর্ধনার আয়োজন করেন। এ সময় বিভিন্ন সংগঠন থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান প্যানেল-১ মো. নাজির উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি অধ্যাপক আব্দুর রহিম।
উক্ত সভায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি তালম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ছোহরাব হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, অধ্যক্ষ আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন প্রমূখ।
এ সময় প্যানেল- ১ চেয়ারম্যান মো. নাজির উদ্দিন বলেন, তালম ইউনিয়নে কোন দূর্নীতির স্থান নাই। আপনারা আমার পাশে থেকে আমাকে সাহায্য করলে তালম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করা সম্ভব। তাই আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।








