তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকারের জানাযায় মানুষের ঢল
নিজস্ব প্রতিনিধিঃসিরাজগঞ্জের তাড়াশে অর্ধলক্ষ লোকের উপস্থিতিতে বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা সিবাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে ওই নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি রাকিবুল আলম পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফা জামান, নাটোর জেলা বিএনপি’র সদস্য আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স.ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহদাত হোসেন, ছাত্র দলের আহবায়ক জাহিদ ফকির প্রমূখ। পরিবারের পক্ষ থেকে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন মরহুমের মেজ ছেলে রাহিদ মান্নান লেলিন।
এ সময় অশ্রুসিক্ত চোখে অর্ধলক্ষ জনতা তাদের প্রিয় নেতার রূহের মাগফেতার কামনা করেন। প্রিয়নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপিসহ সকল অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। আব্দুল মান্নান তালুকদার তাড়াশ- রায়গঞ্জ আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলা বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, আব্দুল মান্নান তালুকদার শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় তাঁর নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর নিজ গ্রাম রায়গঞ্জের ধুবিল ও সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজ মাঠে নামাজে জানাযা শেষে বা’দ আসর মালশাপাড়া কবর স্থানে তাঁকে দাফন করা হবে।








