শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট (এসইডিপি) স্কিমের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদকের নাম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম উপজেলার সন্দ্বীপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট (এসইডিপি) স্কিমের অধীনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার পরিদর্শক আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা কৃষি অফিসার মারুফ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ দিদার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নাজির আহম্মেদ, কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আজম, সন্তোষপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম হালিম উল্ল্যাহ, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম এবং সন্দ্বীপ মডেল কলেজের পরিচালনা পরিষদের সদস্য এয়ার বাংলা আনোয়ার। উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, প্রচার সম্পাদক ফয়সাল আসির, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, সহ বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক কৃতি ছাত্র ছাত্রী ও সুশীল সমাজের ব্যক্তিরা।

বক্তব্যে বক্তারা বলেন,
পারফরমেন্স বেজড গ্র্যান্টস (PBG) কর্মসূচি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রেরণা জোগায়। শিক্ষার্থীদের ফলাফল, উপস্থিতি, সহপাঠ্য কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নে যেসব প্রতিষ্ঠান এগিয়ে রয়েছে তাদেরকে এই ধরনের পুরস্কার প্রদানের মাধ্যমে আরো উৎসাহিত করা হচ্ছে। এটি শুধুমাত্র একটি আর্থিক প্রণোদনা নয়, বরং এটি একটি স্বীকৃতি—যা শিক্ষক ও শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য প্রেরণা দেয়।

তারা আরও বলেন, এই উদ্যোগ শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনছে। শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা ব্যবস্থায় যে উন্নয়ন সম্ভব—এই কর্মসূচি তার উৎকৃষ্ট উদাহরণ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। বক্তারা এসইডিপির এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং সরকারের শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধির দাবিও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর