তাড়াশে গণসংযোগ ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি ঃ দেশকে নতুন ভাবে সাজাতে তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষায়ক সম্পাদক মোঃ আব্দুল আলীম।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ- তাড়াশ) সংসদীয় আসনে বিএনপির’র দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের মনোনয়ন পেতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন তিনি।
বৃহস্পতিবার সারা দিন সংসদীয় আসন রায়গঞ্জ ও তাড়াশের বিভিন্ন বাজারে, চা স্টলে, রাস্তায় ও জনসমাগম স্থানে শতাধিক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের সাথে গণসংযোগ ও তারেক রহমানের পক্ষে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
এ সময় আব্দুল আলীম বলেন, পিছিয়ে পড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বিকল্প নেই। তাই আগামীর বাংলাদেশ গড়ে ওঠবে তারেক রহমানের ৩১ দফার উপর ভিত্তি করে। ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অনিয়ম ও দূর্নীতির উর্ধে থেকে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমি রাজনীতি করি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। সিরাজগঞ্জ-৩ আসনের মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। দলের মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে আমি সব সময় মানুষের পাশে থেকে কাজ করব।
গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আব্দুল আলীম একজন সৎ এবং যোগ্য ব্যাক্তি। তিনি সব সময়ই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। দল থেকে মনোনয়ন পেলে তিনি এ আসনে শক্ত প্রতিদ্বন্ধিতা করবেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শাহাদত হোসেন, যুবদলের সাবেক আহবায়ক এফএম শাহ আলম, সদস্য রয়েল মির্জা, জেলা ছাত্র দলের সাবেক সহ-সম্পাদক জাফর ইকবাল বাকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রিন্টু মির্জা, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক তাইবুর রহমান, পৌর যুবদলের সাবেক সদস্য এফএম সোহেল রানাসহ দলীয় ও তৃণমূল পর্যায়ের নেতকর্মীরা।








