কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা!
শাহজালাল মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়নের চকপাড়া পূর্বপাড়া ভিটির চালায় আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ২ ঘটিকার দিকে পাষণ্ড স্বামী আব্দুল লতিফ( ৩৫)তার স্ত্রী রোজিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর আব্দুল লতিফ পালিয়ে যায়। স্হানীয় খবির উদ্দিনের ছেলে প্রবাসী আব্দুল লতিফ এর এক কন্যা লতা আক্তার (১৫)এক পুত্র সন্তান জিসান (১০)।মেয়েটি দশম শ্রেণির শিক্ষার্থী এবং ছেলেটি একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তাদের দাম্পত্য জীবনের কলহ বিবাদ নিয়ে বেশ কিছুদিন ধরে স্ত্রীটি তার বাপের বাড়িতে ছিল।
গতকাল তার স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। রাতে তারা একত্রে বসবাস করেন এবং দিনের বেলা দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় আব্দুল লতিফ তার স্ত্রীকে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। মেয়েটির মা ও স্থানীয় লোকদের বর্ণনামতে বেশ কিছুদিন ধরেই দাম্পত্য জীবন নিয়ে কলহ বিবাদ ছিল কিন্তু এভাবে মৃত্যু হবে কল্পনা করেনি কেউ। আব্দুল লতিফ এর কন্যা লতা তার মাকে হত্যার জন্য তার বাবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেন এবং অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করেন। তরফপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার প্রত্যাশা করেন তিনি বলেন, কোনভাবেই এ ধরনের হত্যাকান্ড মেনে নেওয়া যায়না।
মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেন। সুরতহাল সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেননি তথাপি অপরাধীকে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।








