সখিপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সখিপুর ( টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বুধবার (৩ সেপ্টম্বর) উদযাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আহমেদ আজম খান,ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি বিএনপি । সভাপতিত্ব করেন শাজাহান সাজু সভাপতি উপজেলা বিএনপি সখীপুর। প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আহমেদ আজম খান বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করে পরে নির্বাচনের কথা বলেন কিন্তু আমরা চাই নির্বাচিত সরকার ছাড়া দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এজন্য নেতাকর্মীদের সজাগ থাকার জন্য আহ্বান জানান। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হন। উপজেলার বিভিন্ন সড়কে র্যালী শেষে তালতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।








