চট্টগ্রাম এর সন্দ্বীপে কালভার্ট ভেঙে ছয় মাস, দুর্ভোগে ১০ হাজার মানুষ।
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাছিয়াপাড়ায় ভাঙা কালভার্টের কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে। ছয় মাস ধরে ভেঙে পড়ে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, টুকু মুন্সি টু বাসবাড়িয়া ঘাট সংযোগ সড়কের মাঝখানে কালভার্টটি ভেঙে পড়ায় দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াতে সমস্যায় পড়ছেন। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা ও কৃষকরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
দেখা গেছে, কালভার্টের ভাঙা স্থানে গাছ বিছিয়ে কোনোমতে মানুষ চলাচল করছে। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ব্যবসায়ী আবুল হাশেম বলেন, “এই রাস্তায় হাজার হাজার মানুষ চলাফেরা করে। ছয় মাসেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কেউ।”
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল আলীম জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”








