বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে গণসমাবেশ
✍️ ইকবাল হোসেন মামুন, সিলেট
সিলেটের গোলাপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর এক বিশাল গণসমাবেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় এই সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট–৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফিজ মোঃ ফখরুল ইসলাম।
গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। বিশেষ করে বাঘা ইউনিয়নসহ আশপাশের এলাকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বক্তব্যে মোঃ ফখরুল ইসলাম বলেন, “গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে স্কুল, মাদ্রাসা ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে কাজ করা হবে। এলাকার মানুষকে শিক্ষা, ধর্ম ও উন্নয়নের আলোয় আলোকিত করাই আমার অঙ্গীকার।”
সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, দেশের ইসলামপন্থী রাজনীতির ধারা শক্তিশালী করতে এবং জনকল্যাণে কাজ করার জন্য জমিয়তে উলামায়ে ইসলাম সব সময় জনগণের পাশে রয়েছে।
এই গণসমাবেশ ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








