সাংবাদিক এসএম হায়াত উদ্দিনকে নৃশংসভাবে হত্যা – তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাগেরহাটের সাহসী সাংবাদিক, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি এসএম হায়াত উদ্দিন-কে কু-পি-য়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছি।
বর্তমানে সাংবাদিক এসএম হায়াত উদ্দিনের ম-র-দে-হ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যদি দ্রুত বিচার না হয় এবং হত্যাকারীদের পরিচয় জাতির সামনে প্রকাশ না করা হয়, তবে দেশের সকল সাংবাদিক একত্রিত হয়ে মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব—এই হত্যাকাণ্ড তার ভয়াবহ ব্যর্থতার প্রতিচ্ছবি।
আমরা ন্যায়ের দাবি জানাই—হায়াত উদ্দিন হত্যার বিচার হোক, এখনই।








