বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্দ্বীপে সমসাময়িক ইস্যুতে ইউএনও’র সঙ্গে রাজনৈতিক দলের যৌথ বৈঠক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনস্বার্থে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ হরিনাকুন্ডুতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত কমলনগর উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেঙে দেওয়া ইট ভাটা পুনরায় চালু বোর্ডিং কার্ড আটকে ৩০ হাজার টাকা দাবি—যাত্রী হয়রানির ভয়াবহ অভিযোগ নেছারাবাদের ঐতিহ্যবাহী আলহাজ্ব আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসায় ২২ তম ঈসালে সাওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিল আল হেরা জামেয়া একাডেমি ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বিদায়ী অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর—মাগুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা হরিনাকুন্ডুতে মহান বিজয় দিবস উদযাপন। জাতীয় পার্টি নেতার পিস ইমরান ধারালো অস্ত্রের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত

সিরাজগঞ্জে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:দেশের ৪৮ জেলায় একযোগে শিক্ষিত যুবদের জন্য ই-লার্নিং অ্যান্ড আর্নিং চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে সিরাজগঞ্জেও চতুর্থ ব্যাচের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে অনলাইন প্ল্যাটফর্ম জুম মিটিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
একই সময় সিরাজগঞ্জের (রেলগেট) কার্যালয়ে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. সজিব শেখ। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় খাত হচ্ছে তথ্যপ্রযুক্তি নির্ভর ফ্রিল্যান্সিং। আমাদের দেশের শিক্ষিত যুব সমাজকে যদি এ খাতে দক্ষ করে গড়ে তোলা যায়, তাহলে তারা শুধু নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং দেশীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশের প্রতিটি জেলায় দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে যুব সমাজকে কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আরও উৎসাহিত করা হবে। পাশাপাশি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দীর্ঘদিন ধরে দেশে তথ্যপ্রযুক্তি বিষয়ে তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তারা সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও এই প্রশিক্ষণ কার্যক্রম তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে অব্যাহত থাকবে।
উদ্বোধনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. মানিকহার রহমান,  যুগ্মসচিব ও উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলমসহ বিভাগীয় ও জেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর