প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উচ্ছ্বাসে ভাসছে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা
শাহজালাল মিয়া, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ক্রীড়া চেতনাকে জাগ্রত করা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে সখিপুর উপজেলার ৫ নং হাতিবান্ধা ইউনিয়নের রতনপুর কাশেম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে “প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন ক্রীড়া দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং হাতিবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোঃ আমির হোসেন মেম্বার, জামাল হোসেন মেম্বার ও মোঃ নুরুল ইসলাম। উদ্বোধনী ম্যাচের সভাপতিত্ব করেন মোঃ শওকত শিকদার মেম্বার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই টুর্নামেন্ট শুধু খেলা নয়, এটি নতুন প্রজন্মকে একত্রিত করে যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের পথে ধাবিত করবে।”
উদ্বোধনী ম্যাচে ৩ নং ওয়ার্ড রতনপুর মুখোমুখি হয় ৫ নং ওয়ার্ড হাতিবান্ধার। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচটি শেষ হয় ২-১ গোলে রতনপুর দলের জয়ে। মাঠে উপস্থিত শত শত দর্শক করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
উদ্বোধক শাহজালাল মিয়া জানান, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ও সমাজসেবক আব্দুল মালেক মিঞার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরই এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। এ বছর ৯টি দল অংশ নিচ্ছে এবং চূড়ান্ত বিজয়ী দলের জন্য থাকছে আকর্ষণীয় ট্রফি ও নগদ পুরস্কার।
খেলার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে। অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণদের সমাজ ও জাতির সম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।








