সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে ফেরি চলাচলে বিপর্যয়, দুর্ভোগে শতাধিক যাত্রী ও পরিবহন
আমিনুল ইসলাম রিয়াদ, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ফেরিঘাটে ফেরি চলাচলে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে একটি বালিবাহী ট্রাক ঘাটের পল্টুনের মুখে আটকে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফেরিতে থাকা অন্তত ১০টি পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি নামতে পারেনি এবং ঘাট এলাকায় অপেক্ষমাণ প্রায় ৩০টি ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়ে।
ফলে ব্যবসায়ী, যাত্রী ও পরিবহন শ্রমিকরা পড়েছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে পচনশীল কাঁচা মালামাল বোঝাই ট্রাকগুলোতে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
তালতলী বাজারের পাইকারি ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন,
“আমার প্রায় সাড়ে চার লাখ টাকার কাঁচা মাল ওই ট্রাকে রয়েছে। সময়মতো বাজারে পৌঁছাতে না পারলে সব নষ্ট হয়ে যাবে।”
ষোল শহর বাজারের আরেক ব্যবসায়ী মনু মিয়া জানান,
“আমার প্রায় দুই লাখ টাকার মাল আটকে গেছে। সময়মতো ডেলিভারি দিতে না পারলে পুরো ক্ষতির মুখে পড়বো।”
এ বিষয়ে কপোতাক্ষ ফেরির মাস্টার শামসুল আলম সাইফুল বলেন,
“ঘাটে আটকে থাকা ট্রাকটি না সরাতে পারলে আগামীকালও ফেরি চলাচলে সমস্যা হবে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।”
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঘাটের অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবেই বারবার এমন ঘটছে। তারা দ্রুত ঘাট সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
অন্যদিকে সাধারণ যাত্রীরা জানান, এ ধরনের ঘটনা শুধু ব্যবসায়ীদের ক্ষতির কারণ নয়, বরং সন্দ্বীপগামী যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তির মুখে ফেলছে। জরুরি ভিত্তিতে আটকে থাকা ট্রাক অপসারণ ও ফেরি চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।








