মাদকাসক্ত বাবার হাতে ৬বছরের শিশু কন্যা খুন
আমজাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়ন, ৭নং ওয়ার্ডে আন্দার মানিক গ্রামের কাদের মাঝির ছেলে ফারুক হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত, মাদকের অর্থ জোগানে প্রায় তার পারিবারের সাথে ঝগড়া হয়,অন্যান্য দিনের ন্যায়, আজ সোমবার সন্ধ্যা ৬টা মাদক সেবন করে বাড়ি আসে, এই নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়,এবং তার স্ত্রী ৬বছরের কন্যা সন্তান ফারিহা কে ঘরে রেখে সে তার বাপের বাড়ি চলে যায়, তখন ফারুক নেশাগ্রস্ত অবস্থায় ঘরে থাকা দা দিয়ে তার মেয়ে ফারিহা কে নিজ হাতে খুন করে লাশ পুকুরে পালাই দেয়, মেয়েকে খুন করে পুকুরে পালানোর সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে ততক্ষণে তাকে আটক করে, পুকুর থেকে মৃত অবস্থায় শিশু ফারিহা কে উদ্ধার করে, এবং ৯৯৯ কল করে লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ করলে রাত ৮টায় পুলিশ এসে খুনি কে গ্রেফতার করে নিয়ে যায়, ও লাশ পোস্টমেটামের জন্য জেলা সদর হাসপাতালে পেরন করেন।

এলাকাবাসী ও পরিবারের অভিযোগ এলাকায় মাদকের উপদ্রব বেড়ে যাওয়ায় আমরা আমাদের সন্তানদের নিয়ে আতংকিত, তারা আরও বলেন যারা এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।








