তাড়াশ উপজেলায় পালিত হলো ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
নিজস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : তাড়াশ উপজেলা ৩৫ তম আন্তর্জাতিক প্রবীন দিবস পালন করা হয়। একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল দশটায় তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত জাহান বলেন, আমাদের পরিবারে প্রবীনদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীনদের হাত ধরে পৃথিবীতে এসেছি এবং আমরাও একদিন প্রবীন হব তাই সমাজ ও পরিবারে প্রবীণরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো: সোহানুর রহমান, অফিস সহকারী শিহাব উদ্দিন, ইউনিয়ন সমাজকর্মী আনন্দ কুমার মাহাতো, গোপাল চন্দ্র মাহাতো, সুলতান মাহমুদ, শিশু সুরক্ষা সমাজকর্মী মইনুল হাসান নিখিল, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মেহেদী হাসান, আব্দুল আলিম মীর সহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবার ফিল্ড সুপারভাইজার মো: সোহানুর রহমান।
উল্লেখ্য উক্ত দিবসটি ছিলো ০১ অক্টোবর কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ০৭ অক্টোবর পালন করা হয়।









