ঝিনাইদহে ভ্যান ভাড়াকে কেন্দ্র করে পিতা-পুত্রকে কুপিয়ে জখম
মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল
বিশেষ সংবাদদাতা, ঝিনাইদহ
ঝিনাইদহে ভ্যান ভাড়ায় যেতে রাজি না হওয়ায় এক ভ্যানচালক ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক যুবক। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—বাজিতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫৫) ও তার ছেলে ইজাজুল ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল ওই রাতে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানচালক জাহাঙ্গীরকে কোথাও নিয়ে যেতে বলেন। কিন্তু জাহাঙ্গীর নামাজ পড়তে যাবেন বলে ভাড়ায় যেতে অস্বীকৃতি জানান। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে শিমুল তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাবাকে রক্ষা করতে ছুটে এলে ইজাজুলকেও কুপিয়ে গুরুতর আহত করে শিমুল।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত পিতা-পুত্রকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে, তাদের শরীরে গভীর ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শিমুলকে আটক করতে অভিযান চলছে।”








