শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রাইভেটকার ডাকাতি ৭ ডাকাত গ্রেফতার, নগদ টাকা, মোবাইল ও রামদা উদ্ধার

প্রতিবেদকের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ঝন্টু, ​সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রাইভেটকার ডাকাতির ঘটনায় সিরাজগঞ্জ জেলা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, নগদ টাকা ও লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

​ঘটনার সূত্রপাত গত ৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকার ঢাকাগামী মহাসড়কে ১০-১২ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে একটি প্রাইভেটকার থামায়। তারা গাড়ির যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল এবং আনুমানিক দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।পরবর্তীতে, ‘ডেইলি যায়যায়দিন’ নামক একটি অনলাইন নিউজ পেইজে ডাকাতির ভিডিওটি ভাইরাল হলে ঘটনাটি দ্রুত দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।পুলিশের তৎপরতা ও সাফল্য ঘটনার গুরুত্ব বিবেচনা করে ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। এই টিমে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মোঃ রবিউল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ একরামুল হোসেন (পিপিএম) এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোঃ আসাদুজ্জামান অন্তর্ভুক্ত ছিলেন।
​এই চৌকস টিমের নিরবচ্ছিন্ন অভিযানের মাধ্যমে পুলিশ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ৭ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​গ্রেফতারকৃতরা হলেন:

১.মোঃ আলী (২৩),২.আজাদুল মেম্বার (৩৭),৩.মোঃ রাশিদুল (৩০),৪.মোঃ আশরাফুল (২৩),৫.মোঃ আইয়ুব (২৩),৬.শাহ আলী (২৯), এবং৭.মোঃ বাবু (৩৫)।
​উদ্ধারকৃত মালামাল ও আইনি প্রক্রিয়া গ্রেফতারের সময় ডাকাতদের কাছ থেকে নগদ ২২,৫০০ টাকা, লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়।
​পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত এবং দীর্ঘদিন ধরে মহাসড়কে ডাকাতি করে আসার কথা স্বীকার করেছে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে।
​সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর