মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হরিনাকুন্ডুকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন নবাগতা উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম জেলার সন্দ্বীপে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত র‌্যাব-১২ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা সাথে পাশা সুজনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের।

নলুয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি মোঃ লুৎফর দেওয়ান ,সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী শরীফ ( মোল্লা) নির্বাচিত

প্রতিবেদকের নাম / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

শাহজালাল মিয়া, সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. লুৎফর দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে মো. আব্বাস আলী শরীফ (মোল্লা) নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩ টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মো. লুৎফর দেওয়ান ২০৯ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী মো. জহির উদ্দিন মিয়া( ডিলার) পান ১০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আব্বাস আলী শরীফ (মোল্লা) ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন, ডিএম শাহীনুর রহমান পান ১৪২ ভোট।
নির্বাচনে মোট ৩৫৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩১৬ জন। সভাপতি পদে ৩ টি ও সাধারণ সম্পাদক পদে ৫ টি ভোট বাতিল হয়েছে। ৯ টি পদের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাকি সাতজন হল সহ-সভাপতি আবু সাঈদ খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ আফতাব হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশিদুর হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সুকুমার ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক কালাম হোসেন। নির্বাচন পরিচালনা করেন প্রিসাইডিং অফিসার বাহারুল ইসলাম।

ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। বিজয়ী সভাপতি মোঃ লুৎফর দেওয়ান বলেন, “বণিক সমাজের ঐক্য ও বাজারের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।” সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী শরীফ মোল্লা বলেন, বণিকরা দ্বিতীয়বারের মতো আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে তাদের সকলকে সঙ্গে নিয়ে বণিকদের সকল সমস্যার সমাধানে নিজেকে উৎসর্গ করব।
নির্বাচন পর্যবেক্ষক ও বণিকদের সঙ্গে কথা বলে জানা যায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর