নলুয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি মোঃ লুৎফর দেওয়ান ,সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী শরীফ ( মোল্লা) নির্বাচিত
শাহজালাল মিয়া, সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. লুৎফর দেওয়ান ও সাধারণ সম্পাদক পদে মো. আব্বাস আলী শরীফ (মোল্লা) নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩ টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মো. লুৎফর দেওয়ান ২০৯ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী মো. জহির উদ্দিন মিয়া( ডিলার) পান ১০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আব্বাস আলী শরীফ (মোল্লা) ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন, ডিএম শাহীনুর রহমান পান ১৪২ ভোট।
নির্বাচনে মোট ৩৫৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩১৬ জন। সভাপতি পদে ৩ টি ও সাধারণ সম্পাদক পদে ৫ টি ভোট বাতিল হয়েছে। ৯ টি পদের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাকি সাতজন হল সহ-সভাপতি আবু সাঈদ খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ আফতাব হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশিদুর হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সুকুমার ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক কালাম হোসেন। নির্বাচন পরিচালনা করেন প্রিসাইডিং অফিসার বাহারুল ইসলাম।
ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। বিজয়ী সভাপতি মোঃ লুৎফর দেওয়ান বলেন, “বণিক সমাজের ঐক্য ও বাজারের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।” সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী শরীফ মোল্লা বলেন, বণিকরা দ্বিতীয়বারের মতো আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে তাদের সকলকে সঙ্গে নিয়ে বণিকদের সকল সমস্যার সমাধানে নিজেকে উৎসর্গ করব।
নির্বাচন পর্যবেক্ষক ও বণিকদের সঙ্গে কথা বলে জানা যায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।








