আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি ঝিনাইদহে
আশরাফুল ইসলাম আসাদ মন্ডল
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের অগ্রযাত্রা” এ র্যালির আয়োজন করে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে র্যালিটি যাত্রা শুরু করে। কলেজের অধ্যক্ষ জেএম রবিউল ইসলাম র্যালির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান এবং ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি আনিসুর রহমান।
র্যালিটি সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক হয়ে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ এবং সাধুহাটি ইউনিয়ন পরিষদের সচিব রমজান আলী।
র্যালিতে সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তারা বলেন, “জীবন অমূল্য। একটি ভুল সিদ্ধান্ত সারাজীবনের জন্য অনুশোচনার কারণ হতে পারে। রাগ, অভিমান বা মানসিক চাপে পড়ে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেয়া কখনোই সমাধান নয়।”
তারা আরও বলেন, সমাজ ও পরিবারকে একসাথে এগিয়ে আসতে হবে—যাতে মানসিক সমস্যায় ভোগা মানুষ সঠিক পরামর্শ ও সহানুভূতি পায়।
➡️ র্যালির মূল বার্তা ছিল:
“জীবনকে ভালোবাসুন, আত্মহত্যা নয়—আশার আলোয় বাঁচুন।”








