সখিপুরের হাতীবান্ধা গভীর জঙ্গলে হাড্ডিসার অবস্থায় একটি মহিষ উদ্ধার
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের একটি গভীর জঙ্গল থেকে হাড্ডিসার অবস্থায় একটি মহিষ উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে (১৪ অক্টোবর) একজন জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মহিষটিকে দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা গ্রামের শাহপুর বাইদের নিকট সেলিম খা এর বাড়ির উত্তর পাশে বনজঙ্গলের ভিতর ধারণা করা হচ্ছে ২০-২৫ দিন আগে মহিষটি দড়িসহ জড়িয়ে পরে। মঙ্গলবার সকালে একজন মহিলা লাকড়ি কুড়াতে গিয়ে দূর থেকে মহিষটির আর্তচিৎকার শুনে ঘটনাস্থলে গেলে হাড্ডিসার অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম খান বলেন, “মহিষটি একদমই দুর্বল হয়ে পড়েছে। সম্ভবত কয়েকদিন ধরে না খেয়ে জঙ্গলে পড়ে ছিল। আমরা পানি ও সামান্য ঘাস খাওয়ানোর চেষ্টা করেছি।” আজ বুধবার (১৫ অক্টোবর) মহিষটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মনে হচ্ছে কেউ মহিষটি ফেলে রেখে গেছে। প্রাণীটিকে বাঁচানোর জন্য স্থানীয় পশু চিকিৎসা বিভাগকে খবর দেওয়া হয়েছে।”
এদিকে, সখিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানানো হলে তিনি বলেন উদ্ধার করে নিয়ে আসলে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। মহিষটির মালিকানা পাওয়া যায়নি বললে, তিনি বলেন এ ব্যাপারে উদ্ধার করার কাজ আমাদের না।
বর্তমানে এলাকাবাসী প্রাণীটির সেবা করছে। বিশেষ করে স্হানীয় সরবেশের নেতৃত্বে স্হানীয় কিছু যুবক ও সিরাজগঞ্জের কাঠ মিস্ত্রির সহযোগিতা জঙ্গল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা চলছে হাতিবান্ধা আব্দুল আলী মার্কেটে তিন রাস্তার মোড়ে। এখনো কোন মালিকানা পাওয়া যায়নি।








