লক্ষ্মীপুরের কমলনগরে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো: বশির সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত বশির সর্দার উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর বসু বাজারের বাসিন্দা।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর (২০২৫) তারিখে চর বসু বাজারের বশির সর্দারের দোকানে চিপস কিনতে যায় মাইশা (ছদ্মনাম) নামের পাঁচ বছর বয়সী ওই শিশুটি। শিশুটি একা পেয়ে দোকানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বশির সর্দার। শিশুটি চিৎকার করলে বশির তার মুখ চেপে ধরে এবং হাতে কিছু চিপস ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য নিষেধ করেন।
প্রথমে ভয়ে শিশুটি বাড়িতে এসে ঘটনাটি গোপন রাখে। পরবর্তীতে বিকেলে প্রাইভেটে যাওয়ার জন্য মা চাপাচাপি করলে শিশুটি স্কুলে যেতে অস্বীকৃতি জানায়। এ সময় তার মা মর্জিনা বেগম তাকে মারধর করতে গেলে শিশুটি ধর্ষণের চেষ্টার পুরো ঘটনা খুলে বলে।
শিশুটির মা মর্জিনা বেগম বিদেশে থাকা স্বামী ওসমানকে বিষয়টি জানালে তিনি শিশুর দাদা, দাদী, চাচা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানাতে বলেন। পরে শিশুর দাদা-চাচা ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত হতে বশির সর্দারের বাড়িতে গেলে অভিযুক্ত বশির সর্দার গোপনে বাড়ি থেকে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানান, বশির সর্দার এর আগেও এলাকায় এমন একাধিক ঘটনা ঘটিয়েছেন। তার সঠিক বিচার না হওয়ায় তিনি বারবার এমন অপরাধ করছেন। এলাকাবাসীর দাবি, বশির সর্দার পূর্বে তার এক পুত্রবধূকেও ধর্ষণ করার কারণে ওই নারী তাকে কুপিয়ে বাড়ি থেকে চলে যান।
এই ঘটনার সঠিক বিচারের দাবিতে শিশুটির মা মর্জিনা বেগম বাদী হয়ে কমলনগর থানায় বশির সর্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০/৯(৪)(খ) ধারায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। যার মামলা নং ০৮, তারিখ ১৩/১০/২০২৫।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “৫ বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেলে দ্রুত আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গ্রেপ্তারের ভয়ে অভিযুক্ত বশির সর্দার বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।








