শাখারীদহ স্কুলে সাইকেল স্ট্যান্ডে লোহার পরিবর্তে বাঁশ ব্যবহারে এলাকাবাসীর ক্ষোভ
হরিনাকুন্ডু সংবাদদাতা:ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ মাধ্যমিক বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড নির্মাণে বরাদ্দ থাকা সত্ত্বেও লোহার পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি মজবুত ও স্থায়ী সাইকেল স্ট্যান্ড; কিন্তু বাস্তবে তা হয়েছে সম্পূর্ণ উল্টো।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সাইকেল স্ট্যান্ডের জন্য বরাদ্দকৃত অর্থ ছিল ১,৫১,০০০ টাকা (এক লাখ একান্ন হাজার টাকা)। প্রকল্প অনুযায়ী এখানে অ্যাঙ্গেল, লোহার খুঁটি ও টেকসই উপকরণ ব্যবহারের কথা ছিল। কিন্তু বাস্তবে দুর্বল ও অস্থায়ী বাঁশ স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে “ভঙ্গুর ও অগ্রহণযোগ্য” বলে প্রতীয়মান হয়েছে।
স্থানীয় সচেতন ব্যক্তিরা বিষয়টিকে “নিম্নমানের কাজ ও দুর্নীতির ইঙ্গিত” বলে দাবি করেছেন। এলাকাবাসী জানান, পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে একটি বিদ্যালয়ে এখনো লোহার পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলেও, তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ তৈরি হয়েছে।
সাধারণ মানুষ ও শিক্ষার্থী অভিভাবকরা বিষয়টি উপজেলা প্রশাসনের তদন্তের দাবি জানিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন।








