৫১ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারি আটক
নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ :সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২’র সদস্যরা।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ গোলচত্বর এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর থানার কালিকাগাঁও গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিটন ইসলাম ওরফে মাসুদ (২৮) ও দিনাজপুর জেলার বিরল থানার মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ফরমান হোসেন (৪০)। আটককৃতদের বিরুদ্ধে বঙ্গবন্ধ সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উসমান গণি সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন। ####








