হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু প্রতিনিধি:
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি. এম. তারিক উজ জামান এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মো. তিতুমীর।
সভায় হরিনাকুন্ডুর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
সভায় ইউএনও বি. এম. তারিক উজ জামান বলেন,
“উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতার মাধ্যমেই আমরা একটি সুশাসিত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে পারব। এজন্য সকলের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক পরামর্শের জন্য উপজেলা প্রশাসন সকলকে ধন্যবাদ জানায় এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় সকলে কার্যকর ভূমিকা পালন করবেন।








