সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বরিশাল প্রতিনিধি ::সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইত্তেসাম পারভেজের বিরুদ্ধে তিন লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা মো. শাহ আলম খান (৬৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে শাহ আলম খানের ছেলে তাজুল ইসলাম খান নগদ তিন লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে দুপুর ১টার দিকে গৌরনদী বন্দর বাজারের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন বন্দর মসজিদের সামনে পৌঁছালে ইত্তেসাম পারভেজসহ অজ্ঞাতনামা ১০-১২ জন মোটরসাইকেলে এসে তার পথরোধ করে।
এসময় অভিযুক্ত ইত্তেসাম পারভেজ মোটরসাইকেল থেকে নেমে তাজুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন। পরে সঙ্গে থাকা অন্যরা তাকে মারধর করে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে তাজুল ইসলামের জিন্স প্যান্টের পকেট থেকে ব্যাংকে জমা দেওয়ার জন্য আনা নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








