অবশেষে ঢাকায় র্যাবের জালে ধরা পড়লো প্রতারক শিক্ষক!
বরিশাল প্রতিনিধি:
অবশেষে র্যাবের অভিযানে ঢাকায় গ্রেপ্তার হলো আগৈলঝাড়ার সেই প্রতারক শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে শত শত সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে ওই শিক্ষক বহু নিরীহ পরিবারকে ফাঁদে ফেলেন। প্রতিটি নিয়োগের জন্য তিনি কয়েক লাখ টাকা করে গ্রহণ করেন। প্রথম দিকে ভুয়া নিয়োগপত্র দেখিয়ে কিছু মানুষকে আশ্বস্ত করলেও পরবর্তীতে কোনো চাকরিই বাস্তবে হয়নি।
প্রতারিত পরিবারগুলো একে একে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করলে তিনি এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে চলে যান। অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক স্বীকার করেছেন যে, তিনি চাকরি দেওয়ার ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, তার প্রতারণার কারণে আগৈলঝাড়ার বহু পরিবার সর্বস্বান্ত হয়েছে, কেউ বিক্রি করেছে জমি, কেউ নিয়েছে ঋণ। বর্তমানে ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করার কাজ অব্যাহত রয়েছে।








