লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
আমজাদ হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার মিয়ার বেড়ি ব্রাঞ্চ অফিসের উদ্যোগে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গ্রাহকদের মৃত্যু দাবীকৃত চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মৃত্যু দাবীকৃত চেক হস্তান্তর করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রকল্প প্রধান (আইপিএল-গন্ধরাজ) জনাব মোঃ মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আবুল কাসেম, জিএম তোরাবগঞ্জ সার্ভিসিং সেল; জনাব মোঃ মিজানুর রহমান, ডিজিএম তোরাবগঞ্জ সার্ভিসিং সেল; এবং জনাব মোঃ সার্জেন্ট সোলায়মান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জুয়েল আলম, ডিজিএম মিয়ার বেড়ি এজেন্সি অফিস এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ মামুন হোসাইন, এজিএম মিয়ার বেড়ি এজেন্সি অফিস।
বক্তারা বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সবসময় গ্রাহকদের সঞ্চিত টাকার নিরাপত্তা ও দাবি নিষ্পত্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান অতিথি তার বক্তব্যে বীমার সুফল ও গ্রাহকদের আর্থিক নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় গ্রাহক ও মনোনীত নমিনিরা উপস্থিত ছিলেন।








