ঝিনাইদহে বিজেটিপিএফ জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিতঃ
ঝিনাইদহ বিশেষ সংবাদদাতাঃ
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম (বিজেটিপিএফ) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে শহরের বিজেটিপিএফ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল ইসলাম আসাদ মণ্ডল। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি মো. হাসান ইমরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক এস. এম. শাহিন রেজা সোহরাব।
সভায় জেলা কমিটির সকল সদস্যসহ উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিজেটিপিএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায় নির্যাতন, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংগঠনটি সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তাদের মতে, “সাংবাদিকের একমাত্র হাতিয়ার হলো কলম। এই কলমের শক্তিই সত্য ও ন্যায়ের পক্ষে সমাজকে জাগ্রত করতে পারে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী চক্র সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা করছে— আমরা সেই অপচেষ্টা রুখে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।”মর্যাদা রক্ষায় বিজেটিপিএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায় নির্যাতন, হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংগঠনটি সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তাদের মতে, “সাংবাদিকের একমাত্র হাতিয়ার হলো কলম। এই কলমের শক্তিই সত্য ও ন্যায়ের পক্ষে সমাজকে জাগ্রত করতে পারে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী চক্র সাংবাদিকদের কণ্ঠ রোধের চেষ্টা করছে— আমরা সেই অপচেষ্টা রুখে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ।”








