উত্তর সন্দ্বীপ কলেজে পরিচ্ছন্নতার অভিযানে তরুণদের জাগরণ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে “তারুণ্যের উৎসব–২০২৫”। যুব সমাজকে সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এর “সমৃদ্ধি কর্মসূচি” এ উৎসবের আয়োজন করে।এ সময় পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সার্বিক সহযোগিতা উত্তর সন্দ্বীপ কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। এতে অংশগ্রহণ করে স্থানীয় যুব ও কিশোররা। তারা কলেজ চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলেন।
কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল কলেজের আঙ্গিনায় পরিচ্ছন্নতার সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা। স্থানীয়দের মতে, নিয়মিত এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল নাগরিক হওয়ার মানসিকতা আরও গভীরভাবে বিকশিত করবে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সিরাজ উদ দৌলা, সহকারী কর্মসূচি সমন্বয়কারী মোঃ মনির উদ্দিন,সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো: মিজানুর রহমান।
এছাড়া ইউনিয়ন উন্নয়নে যুবসমাজ কমিটির সভাপতি মাশরুর কামিল তকি, সহ-সভাপতি সায়েম বিন জাফর, সাংগঠনিক সম্পাদক সাইমুন ইসলাম রিপাতসহ অসংখ্য স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
বক্তারা উদ্বোধনী বক্তব্যে বলেন“যুব সমাজের সক্রিয় অংশগ্রহণই সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চাবিকাঠি।”
সিরাজ উদ দৌলা জানান, উৎসবে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা, ক্রীড়া, সাংস্কৃতিক পরিবেশনা এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবটি ব্যাপক সাড়া ও প্রশংসা কুড়িয়েছে।








