শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলনগর উপজেলা গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আমজাদ হোসাইন / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি: তারুণ্যের দল হিসেবে খ্যাত বাংলাদেশ গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা গণ অধিকার পরিষদ ও তার সহযোগী সংগঠন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। ২৬ অক্টোবর (শনিবার) উপজেলা দলের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়াল বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের গণ অধিকার পরিষদ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ট্রাক’ প্রতীকের এমপি পদপ্রার্থী কানাডা প্রবাসী ক্যাপ্টেন মোহাম্মদ উল্যাহ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক জনাব সার্জেন্ট সোলায়মান

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট আবুল কাসেম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা গণ অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক আলী আজগর, ছাত্র অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন সহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন

অনুষ্ঠানে নেতারা বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে তারুণ্যের শক্তি গণ অধিকার পরিষদ।

বক্তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এই তারুণ্য নির্ভর দল গণ অধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীক বাংলাদেশের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। পুরনো পরিবারতান্ত্রিক রাজনীতির কবর রচনা করে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে হবে। দেশ থেকে সকল ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন তৈরি করতে হবে এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

নেতৃবৃন্দ ভিপি নুরের হাতকে শক্তিশালী করে গণ অধিকার পরিষদকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “ভিপি নুরের অঙ্গীকার, দেশ হবে জনতার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর