সন্দ্বীপে হাবিলদার মোস্তফা কামাল পাশার ইন্তেকাল
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পিতা, হাবিলদার মোস্তফা কামাল পাশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ১ মেয়ে ও ৩ ছেলে সন্তানের জনক। দীর্ঘ কর্মজীবনে সততা ও মানবিকতার জন্য এলাকায় তিনি ছিলেন সবার প্রিয় মুখ।
হাবিলদার মোস্তফা কামাল পাশার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুমের ছেলে মোবারক হোসাইন বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সন্দ্বীপ টাউন শাখার ইনচার্জ, পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং হারামিয়া পল্লী মঙ্গল সমাজ কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।








