হরিণাকুন্ডুতে নতুন ইউএনওর যোগদানে প্রতিবাদ — দুর্নীতি ও পক্ষপাতের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মানববন্ধন
আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু সংবাদদাতা:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় নবনিযুক্ত ইউএনও সুদীপ্ত কুমার সিংহের যোগদানকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক পক্ষপাত এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ নানা অভিযোগ উঠেছে।
অদ্য ৩০ অক্টোবর ২০২৫ তারিখ, বেলা ১২টার দিকে হরিণাকুন্ডু উপজেলা দোয়েল চত্বর মোড়ে এ অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হরিণাকুন্ডু উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক রফিকুল ইসলাম,
এবং সঞ্চালনা করেন মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা আহ্বায়ক মোঃ আবু হুরাইরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- এইচ এম নাইম মাহমুদ, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা
- রিহন হোসেন রায়হান, সেক্রেটারি, ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা
- মোঃ সাইদুর রহমান, সাবেক সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা
- আব্দুল্লাহ আল মামুন, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ জেলা
- এম মাহফুজুর রহমান, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন হরিণাকুন্ডু উপজেলা
এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র শিবির, ছাত্রদল, ইসলামী যুব আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ।
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বদলিকৃত ইউএনও সুদীপ্ত কুমার সিংহকে হরিণাকুন্ডুতে পুনরায় বদলি দেওয়া সরকারের পক্ষপাতমূলক সিদ্ধান্ত। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন,
“বদলির আদেশ দ্রুত প্রত্যাহার না করা হলে কঠোর থেকে কঠিনতম আন্দোলন ঘোষণা করা হবে।”
মানববন্ধনে ডিএসবি, গোয়েন্দা সংস্থা এনএসআই,ও পুলিশ সদস্যসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বর্তমানে ইউএনও’র যোগদানকে ঘিরে পুরো হরিণাকুন্ডু উপজেলায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।








